শাবিপ্রবি প্রতিনিধি
মর্তুজার চিকিৎসার অর্থের জন্য শাবিতে স্বপ্নোথানের বসন্তবরণ উৎসব
![সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোথান আয়োজন করেছে `স্বপ্নোথান বসন্ত উৎসব-২০২৩`। ছবি- আই নিউজ সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোথান আয়োজন করেছে `স্বপ্নোথান বসন্ত উৎসব-২০২৩`। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2023February/শাবিতে-বসন্ত-উৎসব-eyenews-2302141724.jpg)
সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোথান আয়োজন করেছে `স্বপ্নোথান বসন্ত উৎসব-২০২৩`। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোথান আয়োজন করেছে 'স্বপ্নোথান বসন্ত উৎসব-২০২৩'।
আজ মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় সকাল ৯টা থেকে শুরু হয় এই উৎসব। চলবে রাত ৮টা পর্যন্ত।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ উৎসব শুরু হয়। উৎসবটি চলবে রাত ৮টা পর্যন্ত।
সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান বলেন, ১৭ বছর বয়সী মর্তুজা আহমেদ কনজেনিটাল হার্ট রোগে আক্রান্ত। অর্থাভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছে সে। চিকিৎসার অর্থ যোগাতে স্বপ্নোত্থানের সাথে যোগাযোগ করেছে তার পরিবার। তার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য স্বপ্নোত্থান আয়োজন করেছে ‘স্বপ্নোত্থান বসন্ত উৎসব ২০২৩’।
তিনি আরো বলেন, বসন্ত উৎসবে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের উদ্যোক্তা উইমেন ট্রাভেলার্স অব সিলেট, স্বত্বসাজ, মৌচাক, নীল চশমা, ফিঙে, অর্ধবৃত্ত স্টলসহ পিঠার স্টল, ফুচকা স্টল, ফুলের স্টল, আইসক্রিম স্টল, গেইমিং জোন ও ফটো বুথের টেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ তাদের পছন্দের জিনিস আনন্দের সাথে ক্রয় করছেন। এ উৎসব থেকে অর্জিত লভ্যাংশের সমুদয় অর্থ মর্তুজার চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠালগ্ন থেকে স্বপ্নোত্থান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের এ আয়োজন করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
বসন্ত উৎসবে থাকছে খাবারের স্টল, পিঠার স্টল, হস্তশিল্প, গেইমিং জোন, ফটো বুথ, জুস কর্ণার, ফুল ইত্যাদি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩