শাবিপ্রবি প্রতিনিধি
বেদে পল্লিতে শাবির স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্যতম সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের বেদে পল্লীতে প্রথম ধাপের ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন।
শনিবার( ৮ এপ্রিল) সিলেটের পরগনা বাজারের দুইটি মুসলিম বেদে পল্লীতে স্বপ্নোত্থানের সেচ্ছাসেবীরা এই ঈদ বস্ত্র বিতরণ করে বলে জানিয়েছে স্বপ্নোত্থানের প্রচার সম্পাদক আবু রায়হান।
প্রচার সম্পাদক আবু রায়হান বলেন,প্রতিষ্ঠার শুরুথেকেই স্বপ্নোত্থান সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। ঈদ সবার মাঝে আনন্দ নিয়ে আসলেও কিছু সুবিধা বঞ্চিত মানুষ এই আনন্দের স্বাদ পায় না। এই সুবিধা বঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটানোর জন্য স্বপ্নোত্থানের এই উদ্যোগ।এরই ধারাবাহিকতায় সিলেটের পরগনা বাজারের এবারের ঈদ উপলক্ষে সিলেটের সুবিধাবঞ্চিত দুইটি মুসলিম বেদে পল্লীতে ১১ টি পরিবারের ৫৬ জন মানুষের মধ্যে ইদবস্ত্র বিতরণ করা হয়েছে। ইদবস্ত্রের পাশাপাশি খাবারও বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, পোলাও এর চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, ছোলা, খেজুর, গরম মশলা প্রভৃতি।
স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণ বিষয়ে বেদে পল্লীর সর্দার অরুণ মিয়া বলেন, ‘আপনারা ইদের সময় প্রায় প্রতিবছরই এসে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, তাই আমরা অনেক খুশি। করোনার সময় যখন কারও কাছ থেকে কোনো সাহায্য পাইনি, তখনও আপনারা ইদের সময় এসে পোশাক, খাবার বিতরণ করেছেন। আপনাদের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি, আপনারা যেন আরও ভালো কাজ চালিয়ে যেতে পারেন। আপনারা নিজেরা ও আপনাদের পরিবারের সদস্যরাও সুস্থ থাকুক, এই কামনা করি।'
বেদে পল্লীর বাসিন্দা গুলশান মিয়া বলেন, 'আপনারা আমাদের ও আমাদের বাচ্চাকাচ্চা দের জামা-কাপড়, খাবার অনেক কিছু দিছেন। দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুন, বিপদ-আপদ থেকে হেফাজত করুন।
এ বিষয়ে স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, 'স্বপ্নোত্থান শীতের প্রকোপে অতিষ্ঠ মানুষের শীত নিবারণে যেমন পাশে দাঁড়ায় কিংবা চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তেমনি ইদের সময় অর্থের অভাবে যারা নতুন কাপড় বা একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না, তাদের জন্য খুশির দূত হয়ে হাজির হয় স্বপ্নোত্থান। এবার আমরা ইদের খুশি পৌঁছে দিয়েছি পরগণা বাজারের দুইটি বেদে পল্লীতে। আমাদের এই আয়োজনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, স্বপ্নোত্থান তাদের প্রতি কৃতজ্ঞ।
আইনিউজ/এইউ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩