সাগর শুভ্র,শাবি প্রতিনিধি
আপডেট: ০০:৫৪, ১৯ জুলাই ২০২৩
শোকের মাসে সিন্ডিকেট নির্বাচন স্থগিতের আহ্ববান
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আগামি ৯ আগস্ট সিন্ডিকেট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে আগস্ট মাস বাঙ্গালি জাতির কাছে শোকের মাস এ মাসে নির্বাচনের মতো উৎসব পালন করা দৃষ্টিকটূ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল মনে করে শিক্ষক সমিতির কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাস।
রবিবার (১৬ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নিকট এই চিঠি প্রেরণ করেন অধ্যাপক ড. তুলসি কুমার দাস। চিঠিতে তিনি লিখেন সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্তৃক এক পত্রে সিন্ডিকেট নির্বাচনের তফসিল ঘোষণা ও শোকাবহ আগস্ট মাসে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঐতিহাসিকভাবে আগস্ট মাস বাঙালি জাতির কাছে শোকাবহ মাস। এই মাসে নির্বাচনের মতো উৎসব পালন করা দৃষ্টিকটূ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
রিকশাচালকদের রেইনকোট দিল শাবির স্বপ্নোথান
আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ মনে করি, আগস্ট মাসে কোন উৎসবমুখর নির্বাচন হওয়া উচিৎ নয়। আগস্ট মাস ব্যতিরেকে পরবর্তী যে কোন সময় সিন্ডিকেট নির্বাচন হলে তা সুন্দর হবে।
এমতাবস্থায়, শাবি শিক্ষক সমিতির নিকট আমাদের একান্ত অনুরোধ, শাবিপ্রবি প্রশাসনের সাথে আলাপ করে অতি দ্রুত আগস্ট মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করণের ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ‘র পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চারটি গ্রুপ থাকায় শিক্ষক সমিতি এর কোনো সিদ্ধান্ত নেয় নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠির আলোকে শোকাবহ আগস্ট মাসে সিন্ডিকেট নির্বাচন স্থগিত করার বিষয়টি অবহিত করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ জুলাই সমাজ বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক ড. ফারুক উদ্দিন একই কারণ উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবহিত করেন।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩