সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে দ্বিতীয় ধাপে সাংগঠনিক সপ্তাহ শুরু
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা চর্চা বিষয়ক, স্বেচ্ছাসেবী ও ক্যারিয়ারভিত্তিক মোট ১৩টি সংগঠন দ্বিতীয় ধাপে ‘সাংগঠনিক সপ্তাহে’র কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ সাংগঠনিক সপ্তাহ শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাংগঠনিক সপ্তাহ পালন করা সংগঠনগুলো হলো ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার ক্লাব , ক্যরিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব, সাস্ট মডেল ইউএন অ্যাসোসিয়েশন ও গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট, পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, বিজ্ঞান বিষয়ক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা ও বাইনারি সাস্ট, খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট, স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন, স্বপ্নোত্থান ও কিন, ভ্রমণ বিষয়ক সংগঠন টুরিস্ট ক্লাব সাস্ট ।
এতে সংগঠনগুলো উৎসমুখর ও প্রাণচঞ্চল পরিবেশে ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিকট সংগঠনগুলোর নির্দিষ্ট মূল্যে রেজিস্ট্রেশন ফরম বিক্রি করছে।
সাংগঠনিক সপ্তাহ সম্পর্কে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার ক্লাবের সভাপতি আমানুর রহমান বলেন, সাংগঠনিক সপ্তাহ হচ্ছে একটা সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সংগঠনগুলো নবীন সদস্য পেয়ে নতুন আমেজে সংগঠনের কাজকে উজ্জীবিত করে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ১৪টি সংগঠন সাংগঠনিক সপ্তাহ পালন করেছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩