সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৩
শাবিপ্রবিতে জিয়া পরিষদ গঠনঃ সভাপতি আশরাফ সম্পাদক খালিদুর
ছবি- আই নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদে অনুপ্রাণিত শিক্ষকদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (প্রস্তাবিত) কার্যকরী 'জিয়া পরিষদ'র কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো.আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান মনোনীত হয়েছেন।
রোববার ( ১০ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মোরাদ ও অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া হক মনোনীত হন।
এছাড়া, সদস্য হিসেবে সমাজকর্ম বিভাগের ড. আ ক ম মাহবুবুজ্জামান,পরিসংখ্যান বিভাগের মো. আহমদ কবির চৌধুরী, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, ড. নাজনীন আখতার ও অধ্যাপক ড. মোহাম্মদ এছহাক মিয়া, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মিছবাহ উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এসএম খুরশিদ আলম ও পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মনোনীত হন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩