সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
শাবি শিক্ষার্থীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদানের চুক্তি স্বাক্ষর
রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটি (আরভিএল সিএ) এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। এর ধারাবাহিকতায় দেশের অন্যতম “প্রত্যয়ণকারী কর্তৃপক্ষ” রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটি (আরভিএল সিএ) এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই চুক্তির মাধ্যমে শাবিপ্রবির শিক্ষার্থীরা ডিজিটাল সার্টিফিকেটের অনেকগুলো সুবিধা ভোগ করবে। সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন এবং উত্তোলন করতে পারবে। সার্টিফিকেটগুলো ডিজিটাল স্বাক্ষরিত হবার কারণে প্রতিটি সার্টিফিকেট ডিজিটালি অনন্য পরিচয় বহন করবে।
জানা যায়, ডিজিটাল স্বাক্ষরের সবচেয়ে উল্লেখযোগ্য উপকারিতাগুলো এর সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে বিদ্যমান। ইস্যুকৃত ডিজিটাল সার্টিফিকেট গুলোকে যেকোনো ধরণের জালিয়াতি বা প্রতারণা থেকে সুরক্ষা দিতে এতে কিছু নিরাপত্তা উপাদান যুক্ত করা থাকে যাকে এনক্রিপশন প্রযুক্তি বলা হয়। এতে করে নিশ্চিত করা যায় যে, সার্টিফিকেটগুলোতে কোন পরিবর্তন সাধিত হয়নি এবং সিগনেচারটি বৈধ।
এ চুক্তিটির মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন আজ এক নতুন যুগে প্রবেশ করেছে বলে জানান রিলিফ ভ্যালিডেশন লিমিটেডের ডিরেক্টর শাফকাত মতিন।
বিশ্ববিদ্যালটির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল সিগনেচার প্রযুক্তির ব্যবহার বৈশ্বিকভাবে স্বীকৃত এবং আইনগতভাবে সিদ্ধ বলে ইস্যুয়িং বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটের বৈধতা নিয়ে সংশয়ের বিষয়টি আর থাকবেনা। এতে করে চলমান দীর্ঘমেয়াদি যাচাইকরণ প্রক্রিয়াটি দ্রুততর হবে। শিক্ষার্থীদের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সার্টিফিকেট যেকোনো যথাযথ কর্তৃপক্ষ (যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী এম্বেসী ইত্যাদি) অবিলম্বে যাচাই করতে সক্ষম হবে। দেশের প্রথম পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাবিপ্রবির এই উদ্যোগটি ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ এর রূপকল্পকে নিঃসন্দেহে বেগবান করবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩