ইমরান আল মামুন
আপডেট: ২০:৫৩, ৮ অক্টোবর ২০২৩
সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ২০২৩
প্রিয় পাঠকদের জন্য আজকের প্রতিবেদনা রয়েছে বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে। কারণ খুব শীঘ্রই এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং অনেকেই ভর্তি হতে ইচ্ছুক বিভিন্ন ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।
কারণ যে সকল শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারেন না অথবা চাচ্ছেন না তারা বেশিরভাগই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আগ্রহ হন। এ সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভর্তি হওয়ার পূর্বে বেশ কিছু বিষয় জেনে নিতে হয়। যার কারণে ইতিমধ্যে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের মধ্যে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে ভালো। কারণ আমাদের দেশে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি রয়েছে আরব প্রাইভেট ইউনিভার্সিটি। কিন্তু কোন ইউনিভার্সিটিগুলোতে ভালো পড়াশোনা করানো হয় সে বিষয়টি অনেকেই জানা নেই।
আর পরামর্শ নেওয়ার জন্য যাদের তেমন কেউ নেই তারা আমাদের প্রতিবেদনটি অবশ্যই পড়বেন। কারণ আমরা রিসার্চ করে এ সকল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করছি। এগুলো হচ্ছে আমাদের দেশের শীর্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়। উন্নত মানের লেখাপড়া করানো হয় এবং পড়াশোনা খরচ তুলনামূলকভাবে কম।
সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ২০২৩
যে ১০ টি তালিকা প্রকাশ করতেছি সেটি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি এবং রিসার্চ করার মাধ্যমে প্রকাশ করতেছি। কোন ধরনের স্পন্সর বা রিভিউ নিয়ে আমরা এ কাজটি করতেছি না। মাত্র শিক্ষার্থীদের বোঝার জন্য এই কলেজগুলোর সম্পর্কে আমরা তুলে ধরছি। একজন শিক্ষার্থী খুব সহজে যাতে বুঝতে পারে তার জন্য কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি ভালো হবে। তাহলে কথা না বাড়ি এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাই।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট ইউনিভার্সিটি তালিকায় রয়েছে এটিও। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় ২০০১ সালে। প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ। এই বিশ্ববিদ্যালয় মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার ৮৩০ জন। এর মধ্যে রয়েছে কম্পিউটার সাইন্স, কৃষি, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা সাধারণ ডিপার্টমেন্টেও ভর্তি হতে পারবেন আবার একই সঙ্গে এই কলেজের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও পড়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনার মানের দিক থেকে বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থান দখল করে নিয়েছে। এটি অবস্থিত মেরুল বাড্ডাতে। শিক্ষার্থীরা এখানে গিয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে ব্রাক ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখতে পারেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
বাংলাদেশে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে পুরাতন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে। মোহাম্মদ ফরাস উদ্দিন ১৯ ৯৬ সালে এই প্রতিষ্ঠান তৈরি করেন। এটি ঢাকার আস্তাসনগরে অবস্থিত। এখানে প্রায় দশ হাজার চারশো এর মত শিক্ষার্থী রয়েছে। অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানেও অনেক সুন্দর পরিবেশে পড়াশোনা করানো হয় শিক্ষার্থীদের। পড়াশোনার মান দিক থেকে অনেক এগিয়ে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির মূল মন্ত্র হচ্ছে শিক্ষায় শ্রেষ্ঠত্ব।
নর্থ সাউথ ইউনিভার্সিটি
আপনি যদি বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুজেন। তাহলে এর তালিকায় আরেকটি নাম পাবেন প্রথম পাঁচটির মধ্যে সেটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সংক্ষেপে বলা হয় NSU. আরেকটি মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ নাটকগুলোতে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি দেখানো হয় সেটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেশি করা হয়ে থাকে। ইউনিভার্সিটি ঢাকার মূল কেন্দ্রে অবস্থিত। এর মূলতন্ত্র হচ্ছে উচ্চ শিক্ষার উৎকর্ষ কেন্দ্র। এখানে বিদেশ থেকে অনেক শিক্ষার্থী পড়াশুনার জন্য আসে। বর্তমানে তথ্য অনুযায়ী প্রায় 20 হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে এই কলেজে। এখানে মোট রয়েছে দশটি ডিপার্টমেন্ট। তার মধ্যে চারটি স্কুল সংঘটিত। বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রাইভেট ইউনিভার্সিটি মধ্যে একটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয়। মোসলেহউদ্দিন ১৯৯২ সালে এই ইউনিভার্সিটি তে প্রতিষ্ঠা করেন। এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
বাংলাদেশের আরেকটি সেরা ইউনিভার্সিটি তালিকায় রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ১৯৯৩ সালে এই বেসরকারি ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে রয়েছে এই প্রাইভেট ইউনিভার্সিটিতে। স্নাতক উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা প্রায় ৭ হাজারের অধিক। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বসুন্ধরা ঢাকাতে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট যেখান থেকে শিক্ষার্থীরা প্রায় সকল বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আমাদের বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তালিকায় রয়েছে আমেরিকান এ ইউনিভার্সিটি। অন্যান্য ইউনিভার্সিটি মতো এখানে রয়েছে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট। সাধারণ ডিপার্টমেন্টের পাশাপাশি রয়েছে ইঞ্জিনিয়ারিং ভিত্তিক অন্যান্য ডিপার্টমেন্টগুলো। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে মোঃ আনোয়ারুল আবেদীন। ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে ইউনেস্কো এটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।
আহসানউল্লাহ ইউনিভার্সিটি
যদি খোঁজা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সেরা প্রাইভেট ইউনিভার্সিটি তাহলে প্রথমেই চলে আসে এ ইউনিভার্সিটির কথাটি। ১৯৯৫ সালে প্রথম এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এর প্রথম মূল যাত্রা শুরু হয় ১৯৫৮ সাল থেকে। এখানে যে লাইব্রেরি রয়েছে সেখানে 20 হাজারের অধিক বই রয়েছে। এই কলেজে যারা পড়াশোনা করে তাদের বেশিরভাগই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে যোগদান করে থাকেন। যতদিন যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা এবং পড়ার মান তত বৃদ্ধি পাচ্ছে। এমনকি রেংকিং এর দিক থেকেও অনেকটা এগিয়ে রয়েছে এই ইউনিভার্সিটি। কলেজের বিস্তারিত তথ্য গুলো জানতে ওয়েবসাইট ভিজিট করুন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আমাদের দেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তালিকায় অন্যতম আরেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। ২০০৩ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। আর মূলতন্ত্র হচ্ছে উৎকর্ষের সন্ধান। এর চ্যান্সেলর হচ্ছেন আব্দুল হামিদ। এখানে স্নাতক এবং স্নাতক সমান বিষয়ে পড়াশোনা করানো হয়ে থাকে। বেশ কয়েকটি ডিপার্টমেন্ট ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের একাডেমিক ক্লাব। শিক্ষার্থীরা এখান থেকে আরো নানা শিল্পকলা শিখতে পারেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের থেকে এখানে স্কলারশিপ পাওয়ার সুবিধা রয়েছে।
এই প্রতিষ্ঠানটি ২০০৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এর মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০০। বর্তমান সময়ে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন জনাব মোঃ হাসান মাহমুদ। ঢাকার বাড্ডাতে এটি অবস্থিত। এই কলেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি
প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থাকবে না সেটা হয় না। দেশের দশটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হচ্ছে এটি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত এটি তৈরি করা হয়েছে বেশ পুরাতন গুলোর মতই। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করা হয় এই বিশ্ববিদ্যালয়টি ঢাকায় অবস্থিত। এর মূল মন্ত্র হচ্ছে উৎকর্ষে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সময়ে এর ভাইস চ্যান্সেলর হচ্ছে জামিলরুর রেজা চৌধুরী। বাংলাদেশের যতগুলো পুরাতন প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম এটি।
এ বিশ্ববিদ্যালয়টি ঢাকার গ্রিনরোডে অবস্থিত। রয়েছে কয়েক হাজার শিক্ষার্থী এবং কয়েকশ শিক্ষকবৃন্দ। ইউনিভার্সিটি পড়াশোনার মান যেমন উন্নত ঠিক এর পরিবেশটাও অত্যন্ত আধুনিক এবং শিক্ষনীয় পরিবেশ।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩