শাবিপ্রবি প্রতিনিধি
জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না: ড. জহিরুল হক
ছবি- আই নিউজ
‘জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না’ বলে মন্তব্য করেছেন সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এম হাবিবুর রহমান হলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, “মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ততদিনই এই অমানবিক ও বর্বর হত্যাযজ্ঞের কথা ঘৃণার সাথে উচ্চারিত হতে থাকবে।”
তিনি বলেন, হত্যাকারীরা চাইলেও দেশের অগ্রগতি তারা রুখতে পারেনি, পারবেও না। মর্যাদার সাথে শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে তাঁদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে।”
আলোচনা সভায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও মহান শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটি-২০২৩ এর আহ্বায়ক প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও মহান শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটি ২০২৩ এর সদস্য সচিব অনিক বিশ্বাস।
এ ছাড়া, সভায় মূখ্য আলোচক ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, প্রমূখ।
অন্যদিকে বুদ্ধিজীবীদের স্মরণে নগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ জহিরুল হক।
আলোচনা সভার পূর্বে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। পরে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩