আই নিউজ ডেস্ক
শাবিতে ‘জিডিএন’ সাস্টের আয়োজনে উন্মুক্ত বিসিএস সেমিনার অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন) সাস্টের’ আয়োজনে উন্মুক্ত বিসিএস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল।
তিনি ৩০ তম বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বর্তমানে বাংলাদেশ কাস্টমের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসেন বিশেষ অতিথি ও জিডিএন সাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
সেমিনারটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজু। তিনি বিসিএস পরীক্ষার প্রস্ততি সম্পর্কে ও শিক্ষার্থীদের ভুল ধারনা গুলোর ব্যাপারে আলোচনা করেন।
বিশেষ আলোচক হিসেবে সুশান্ত পাল শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি সামগ্রিকভাবে বিসিএস প্রস্তুতির উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহাদাত হোসাইন ও শাবির সাবেক শিক্ষার্থী ড. মোহাম্মদ এজাজুল করিম (বিসিএস ২৪)।
এর আগে, ২৬ জানুয়ারি বিসিএস প্রিলিমিনারি মক টেস্ট পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। এদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সার্বিক বিষয়ে জিডিএন সাস্টের সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, “আমাদের আজকের প্রোগ্রামটা খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আলোচকগন এবং দর্শকবৃন্দর উপর আমরা খুবই কৃতজ্ঞ। জি.ডি.এন সাস্ট তার সূচনালগ্ন হতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও জি.ডি.এন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার বিষয়ক কর্মসূচী অব্যাহত রাখবে।”
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩