সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
আপডেট: ১৭:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে শাবিতে বসন্ত বরণ উৎসব
উৎসবের আয়োজন করেছে ‘স্বপ্নোত্থান’ নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’। ছবি- আই নিউজ
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীর মায়ের চিকিৎসার্থে ১লা ফাল্গুন উপলক্ষে বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ ও নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’। বসন্ত উৎসব থেকে প্রাপ্ত লভ্যাংশ অসুস্থ মায়ের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিন গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের লাইব্রেরী ভবন ও অর্জুনতলার মধ্যখানে বিভিন্ন ধরনের স্টল সাজিয়েছে স্বপ্নোত্থান ও থিয়েটার সাস্টের সদস্যরা। এতে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স ও কাপড়ের স্টল। নানান জাতের পিঠার স্টলও দেওয়া হয়েছে। স্টলের পাশে রয়েছে ফটোবুথ যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফটো তুলছেন।
এছাড়া ছোট বাচ্চাদের জন্য রয়েছে গেমিং জোন এবং আলপনা করার জন্য ফেইস পেইন্টিং এর স্টল ও লক্ষ করা যায়। স্বপ্নোত্থানের ও থিয়েটার সাস্টের এ বসন্ত উৎসব উপভোগ করতে স্টলগুলোতে ভিড় জমিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বপ্নোত্থান ও থিয়েটার সাস্টের এ চ্যারিটি উৎসবকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বসন্ত উৎসব উপভোগ করতে এসে উৎফুল্ল প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া শশী বলেন, বসন্তের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন সত্যিই বিস্ময়কর। বসন্ত উৎসবে চ্যারিটি উপলক্ষ্যে নানা ধরনের আয়োজন করেছে স্বপ্নোত্থান ও থিয়েটার সাস্ট। তাদের এই অসাধারণ আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে।
এ বিষয়ে স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম রাহাত বলেন, আমরা সবসময় চেষ্টা করি মানুষের জন্য কিছু করতে। যখন কেউ বিপদে পড়ে আমাদের কাছে সাহায্যের জন্য আসে আমরা বিভিন্ন ধরনের চ্যারিটি উৎসব করে থাকি। চ্যারিটি উৎসবের সব লভ্যাংশ মানুষের সাহায্যার্থে ব্যয় করি। এবারও এর ব্যতিক্রম ঘটে নি। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থীর মায়ের চিকিৎসায় সহযোগিতা করার লক্ষ্যে আমরা আজ বসন্ত উৎসবের আয়োজন করেছি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩