সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২৩:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২৪
অর্থনীতি বিভাগের ২দিনব্যাপী পুনর্মিলনী শুরু কাল, থাকছে নানা আয়োজন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়শনের উদ্যোগে ২য় বারের মতো দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৪ শুরু হতে যাচ্ছে আগামীকাল। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে নানান আয়োজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোসলেহ উদ্দিন খুশবু।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য জসিম উদ্দিন ও রসায়ন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সাস্টিয়ান ক্লাবের সভাপতি মকদ্দুস আলী।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একাডেমিক ভবন ডি এর গ্রাউন্ডে গিফট ও টোকেন সংগ্রহ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহির উদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একাডেমিক ভবন-ডি এর সম্মুখ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি গোলচত্বর হয়ে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হবে।
আনন্দ শোভাযাত্রা শেষে বেলা ১১টা থেকে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর নব-নির্মিত একাডেমিক ভবন- ডি এর বর্ধিতাংশের সামনেরর ফাঁকা জায়গায় অর্থনীতি বিভাগের প্রয়াত ১৫জন শিক্ষার্থীকে উৎসর্গ করে ১৫টি বৃক্ষরোপন করা হবে। এরপর বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নামাজ ও খাওয়ার বিরতি থাকবে ।
পরবর্তীতে বিকাল সাড়ে তিনটায় কেন্দ্রীয় মিলনায়তনে স্মৃতিচারণমূলক বক্তৃতা রাখবেন অ্যালামনাইরা।এরপর বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বিকেলের নাস্তা গ্রহণ করবেন অ্যালামনাইরা।
প্রথম দিনের সমাপ্তি ঘটবে সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে চারজন বাউল সাধক বাংলার লোকায়ত গান পরিবেশন করবেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনের শুরুতে একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছেলেদের, বাচ্চাদের ও মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি খেলার শেষে আলাদা আলাদাভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পরবর্তীতে বিকাল ৩টা পর্যন্ত নামাজ ও খাবারের বিরতি থাকবে।
বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বিভাগের শিক্ষর্থীরা বিভিন্ন ধরণের মঞ্চ পরিবেশন করবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিষয়ক সংগঠন রিম ও নোঙর সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেজে গান পরিবেশন করবে।
সামাপনী অনুষ্ঠানে একই স্থানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্টে গান গাইবে ‘ভয়েজ অফ মাইলস’। এসময় প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর থাকার কথা রয়েছে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩