শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে ২ দিনব্যাপী ‘এসইউডিএস বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চন্দ্রবিন্দু স্টুডেন্ট কনসালটেন্সি’ নিবেদিত দুই দিনব্যাপী ‘৮ম এসইউডিএস বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’। রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এসইউডিএস'র সাধারণ সম্পাদক রওনক জাহান মুনা।
শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে মোট ২০ টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন এসইউডিএস এবং সিলেট বিতর্ক অঙ্গনের সাবেক ও বর্তমান বিতার্কিকরা।
দুই দিনব্যাপী প্রতিযোগিতার প্রথমদিনে শাবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ট্যাব রাউন্ড শেষে স্কুল পর্যায় থেকে সরাসরি দুইটি দল স্কুল ফাইনালে এবং ওপেন পর্যায়ে ৮ টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। ওপেন কোয়ার্টার ফাইনাল বিতর্কের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের কার্যক্রম।
দ্বিতীয় দিনের শুরুতে একইসাথে ওপেন সেমিফাইনাল এবং স্কুল ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। যেখানে স্কুল ফাইনালে মুখোমুখি হয় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও ব্লুবার্ড হাইস্কুল ।
ওপেন ফাইনালে মুখোমুখি হয় সিলেট সরকারি কলেজ ও বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ । যেখানে প্রতিযোগিতার স্কুল ফাইনালে চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিতর্ক দল এবং ওপেন ফাইনালে চ্যাম্পিয়ন হয় সিলেট সরকারি কলেজ বিতর্ক দল।
সর্বশেষ, ২ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন গনিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। একসময় আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও এসইউডিএস’র মডারেটর ড. জায়েদা শারমিন, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক চাঁদ মিয়া, এসইউডিএস’র সাবেক সভাপতি নাহিদ হাসান নাইম, সাবেক সহ-সভাপতি মো. বায়জিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক রাইতাহ বিনতে আহসান, সাবেক কোষাধ্যক্ষ ফাহিদুল ইসলাম খান শাওন এবং চন্দ্রবিন্দু স্টুডেন্ট কনসালটেন্সির প্রতিনিধিরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩