সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:০১, ১১ মার্চ ২০২৪
শাবি ক্যাম্পাসে ইফতার: প্রশাসনের ‘না’, ‘সমালোচনা’ শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরণের ইফতার মাহফিল আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা করছেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’
গত বুধবার আসন্ন রোজায় সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারীভাবেও বড় ধরণের আয়োজনকে নিরুৎসাহীত করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘সরকারী কোষাগারের অপচয় কমাতে মাননীয় প্রধানমন্ত্রী সরকারীভাবে বড় ধরণের ইফতার এর আয়োজন করতে নিষেধ করেছেন। তবে এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ঢালাওভাবে’ ইফতার এর আয়োজন না করার যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক নয়। রমজান মাসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাব, আঞ্চলিক সংগঠন ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্মিলিত সহযোগীতায় ইফতারের আয়োজন করে থাকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
ফেসবুকে কয়েকজন লিখছেন, একটি ভিন্নরকম সিদ্ধান্তের কারণে আমাদের শাবিপ্রবি ক্যাম্পাসে ইফতার মাহফিলের মতো সুন্দর একটা প্রোগ্রামটাকে বন্ধ করতে সামাজিক-ধর্মীয় সংস্কৃতি বন্ধ করতে যাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সরকারী কোষাগার থেকে যেন এরকম আয়োজন করা না হয়। এটাকে পুঁজি করে আপনারা সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, বিভাগ আঞ্চলিক ও ধর্মীয় ভিত্তিক সংগঠনগুলির ইফতার মাহফিলগুলোকে বন্ধ করবেন না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কালচারাল প্রোগ্রাম, কনসার্ট, পূজা এগুলো আয়োজন হলে ইফতার আয়োজন কেন হবে না?- এরকম নানা প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে ইফতারে কেন না ? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে আর কোন ব্যাখ্যা আমার কাছে নেই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি এই নির্দেশনা বিষয়ে রেজিট্রার এর সাথে আলাপ করবো।
এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজন করার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না বলেও জানান তিনি।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩