সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
সমালোচনার মুখে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিতে বাধ্য হল শাবি প্রশাসন
ক্যাম্পাসের অভ্যন্তরে কোন ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে ফের বিজ্ঞপ্তি দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, প্রতিবছর রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদযাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।
এর আগে গত ১০ই মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।"
বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ সরব হন। তাঁরা দ্রুত এ নির্দেশনা বাতিলের আহ্বান জানান। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকামে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এরকম সিদ্ধান্ত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সকলের সম্মুখে এসে এই ভুলের ক্ষমা চাওয়া।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩