শাবি প্রতিনিধি
শাবিতে ‘পিএসএডব্লিউএ’র উদ্যোগে ‘পিএসএ ডে’ উদযাপন
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘পলিটিক্যাল স্টাডিজ এলামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিএসএডব্লিউএ)’র উদ্যোগে 'পিএসএ ডে-২০২৪' উদযাপন করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) ঢাকাস্থ শ্যামলী স্কয়ার মার্কেটের ফুড প্লাজায় দিনটি উদযাপন উপলক্ষে পিএসএডব্লিউএ কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরাসরি ও ভার্চ্যুয়ালি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসএডব্লিউএ’র সভাপতি মোহাম্মদ তাইমুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। দিনটি উদযাপন উপলক্ষে কেক কাটা হয় এবং প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে পিএসএস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মো. হারুনুর রশিদের জন্য পিএসএডব্লিউএ কর্তৃক সংগ্রহকৃত অনুদানের প্রথম ধাপের এক লক্ষ টাকার চেক তার সহপাঠীদের নিকট হস্তান্তর করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তাইমুর রহমান বলেন, অল্প সময়ের নোটিসে মানবিক সহায়তায় এলামনাইদের সাড়া প্রদান বিভাগের প্রতি এলামনাইদের আবেগ, অনুভূতি ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। এজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এ বন্ধন আরো মজবুত করতে সবার সহযোগিতা কামনা করছি।
২৮ বছর পূর্বে ১৯৯৬ সালের ২০ এপ্রিল শাবিতে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম ব্যাচের ১৮ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক নিয়ে বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিভাগের পাঠদান শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতে পিএসএডব্লিউএ কর্তৃক দিনটিকে 'পিএসএ' হিসেবে উদযাপন করা হয়েছে এবং ২০ এপ্রিলকে 'পিএসএ ডে' হিসেবে ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কল্যাণে বিগত এক বছরে পাঁচটি মানবিক সহায়তা কার্যক্রম, শিক্ষার্থীদের আত্মোন্নয়নে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম ও ইফতার পার্টিসহ এলামনাইদের নিয়ে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে পিএসএডব্লিউএ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩