সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে শুরু হয়েছে গুচ্ছ ভর্তি পরিক্ষা
সাস্ট্রের পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড়। ছবি- আই নিউজ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ সকাল ১২ টায় শুরু হয়েছে বিজ্ঞান ইউনিটের ‘এ’ (২০২৩-২৪) শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা। এ বছর বিজ্ঞান ইউনিটে শাবি কেন্দ্রে পরিক্ষা দিচ্ছেন ৫হাজার ৯শত ১০জন শিক্ষার্থী।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়টির ৯টি ভবনে এই ভর্তি পরিক্ষা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাঈদ আরফিন খাঁন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, সোশ্যাল সায়েন্স বিল্ডিং, আইআইসিটি ও কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন মোট ৮টি ভবনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা চলমান আছে।
তিনি আরও বলেন, এদিকে সকাল সাড়ে আটটা থেকে বিশ্রাম ও ওয়াশ রুমের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, ক্যাফেটেরিয়া ও ইউনিভার্সিটি সেন্টার খোলা রাখা হয়েছে। জরুরী চিকিৎসার জন্য আমাদের মেডিকেল টিম রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০ টা থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে আসতে শুরু করে। পরিক্ষা শুরু হওয়ার পর অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিক্ষার্থীদের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
প্রসঙ্গত, মানবিকের ইউনিট ‘বি’ এর ভর্তি পরীক্ষা হবে আগামী ৩ মে (শুক্রবার)। এবং ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিট-বাণিজ্য’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩