শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:১৭, ১৩ মে ২০২৪
পেনশন স্কিম বাতিলের দাবিতে শাবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ
ছবি- আই নিউজ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারন করে প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। এই কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (১৩ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি একাডেমিক ‘ভবন-ই’ এর সমানে থেকে ঘুরে গোলচত্বর হয়ে গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক ড. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. রেজাউল হাসান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওসার, অধ্যাপক চন্দ্রনী নাগ, সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অয়ন।
ড. মো রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করলে সাময়িক সময়ের জন্য লাভজনক হলেও ভবিষ্যতে এটি খারাপ প্রভাব বয়ে আনবে। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসে তারা সকলেই মেধার স্বাক্ষর রেখে আসে। যদি তারা এই পেশায় নিশ্চয়তা না পায় তারা এই পেশায় আসতে চাইবে না। থাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো মুখ তুবড়ে পড়বে। ফলে বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক সংকট দেখা দিবে। যা জাতির জন্য খুবই এলার্মিং বিষয়।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের আমলারা দাবি উত্থাপন করছে তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের। যদি এ দাবি তারা বাস্তবায়ন করে ফেলে। তাহলে তারা কোটার মাধ্যমে তাদের সন্তানদের ভর্তি করিয়ে বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়োগ দিবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জোরদার করার আহবান জানান।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলা যায় এই প্রজ্ঞাপন বৈষম্যমূলক, এটা কোনোভাবে মানা যায়না। এই প্রজ্ঞাপনের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে আমলারা যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন পদ পদবী দখল নিতে পারে। আমাদের সামান্য সুযোগ সুবিধাগুলো যাতে তারা ভোগ করতে পারে। তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দাবির উদ্দেশ্য দেশটাকে তারা দখলে নিতে চাই, এটা সুক্ষ্ম ষড়যন্ত্র। প্রজ্ঞাপন অন্যায় আমরা মানিনা মানতে পারিনা, এটা প্রত্যাখান করছি এবং সরকারের কাছে এই বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের আবেদন জানাচ্ছি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩