শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মচারীদের মানবন্ধন
ছবি- আই নিউজ
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক আইন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মুক্ত রাখার আহ্বান জানিয়ে মানবন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মচারীরা। এই কর্মসূচীর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই সর্বজনীন পেনশন সংক্রান্ত স্কিমের বিরুদ্ধে মানবন্ধন ও মৌন মিছিল কর্মসূচী পালন করেছিল।
রোববার (১৯ মে) দুপুর ১২ টায় সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহণ কর্মচারী সমিতি ও কর্মচারীর ইউনিয়নের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সড়কে সম্মুখে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের পাশাপাশি অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেলের দাবি জানান কর্মচারীর সংগঠনের নেতারা।
মানবন্ধনে সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাহাজাহান সিরাজ, সহায়ক পরিবহন সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমদ ও সাধারণ সম্পাদক রমজান আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনটি অমানবিক ও বৈষম্যমূলক। বর্তমান সরকার খুবই কর্মচারী বান্ধব সরকার। কিন্তু সরকারকে সমালোচিত করতে একটা কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের অংশ এই প্রজ্ঞাপন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের এই স্কিমের আওতামুক্ত রাখা হোক। এছাড়া এ সংক্রান্ত শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন কর্মচারী সংগঠনের নেতারা।
তারা আরো বলেন, বর্তমানে দ্রবমূল্যের উর্ধ্বগতিতে এই বেতন নিয়ে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। যেসব কর্মচারীরা এগারো থেকে বিশ স্কেলে বেতন পেয়ে থাকে তাদের নবম পে-স্কেলের মধ্যে নিয়ে আসার দাবি জানায়। এসময় আপগ্রেডেশন নীতিমালা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩