ইমরান আল মামুন
একাদশ শ্রেণি ভর্তি নিয়ম ২০২৪
শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক ভর্তি। আর এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে একাদশ শ্রেণি ভর্তি নিয়ম ২০২৪ সম্পর্কে। অর্থাৎ আপনারা কিভাবে একাদশ শ্রেণির ভর্তি আবেদন করবেন সে বিষয় নিয়েই আলোচনা করা হচ্ছে এই প্রতিবেদনে।
গত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা ২০২৪ শুরু হয়েছে এবং গত মার্চ মাসে এই পরীক্ষা শেষ হয়েছে। মে মাসে এর ফলাফল ঘোষণা করা হয় এবং ২৬ মে থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। প্রতিবারের মতো এবারও অনলাইনে আবেদন করতে হচ্ছে শিক্ষার্থীদের। আর প্রতিবারের মতো এবারও ১৫০ টাকা যে কোন মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক সেবার মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। তবে অনলাইন আবেদনের ক্ষেত্রে বেশি ভিন্নতা দেখা দিচ্ছে এবারে। প্রথমে ইডু একাউন্ট খুলতে হয় তারপর আবেদন পরিশোধ করে এই আবেদন সম্পন্ন করতে হয়। কিভাবে ঘরে বসে নিজেরাই এই আবেদনগুলো করবেন সে বিষয় নিয়ে তুলে ধরা হচ্ছে আজকের এই প্রতিবেদনে। তখন তাহলে দেখে নেই কিভাবে আপনারা এই আবেদন সম্পন্ন করবেন।
একাদশ শ্রেণি ভর্তি নিয়ম ২০২৪
পূর্বে অনলাইনে আবেদন করা হতো বর্তমান সময়েও অনলাইনে আবেদন করা হয়। তবে সে ক্ষেত্রে রয়েছে বেশ ভিন্নতা। অর্থাৎ প্রায় সম্পূর্ণ ভিন্ন বললেই অনেকটা চলে। চলুন নিচে থেকে দেখে নেই কিভাবে এই আবেদন করবেন অনলাইনের মাধ্যমে।
প্রথম ধাপ
অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথম একটি ইডু অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন এই লিঙ্কে অথবা Xi Admission ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর Sign Up নামের একটি অপশন আসবে। এবার এই অপশনে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করলে একজন শিক্ষার্থী দেখতে পারবে সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে সাবমিট করার একটি অপশন। সকল তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে তারপর এখানে সাবমিট করতে হবে।
দ্বিতীয় ধাপ
সাবমিট করার পর এখানে যে বিষয়টি পাওয়া যাবে সেটি হচ্ছে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে একজন শিক্ষার্থীর। পরবর্তী ধাপে লগইন করতে হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পর সেখানে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে একজন শিক্ষার্থীর।
তৃতীয় ধাপ
যখন ড্যাশ বোর্ডে প্রকাশ করবেন তখন ভালোভাবে দেখে নিতে হবে সকল তথ্যগুলো সঠিক আছে কিনা। কারণ এই সকল তথ্যগুলো অটোমেটিক হয়ে থাকে। এরপর দেখতে পারবেন আবেদন নামের একটি অপশন। এখানে প্রবেশ করতে হবে সেখানে আবেদন ফি জমা দিন অপশনে প্রবেশ করতে হবে তারপর। এ অপশনে প্রবেশ করার পর দেখতে পারবেন আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সে বিষয়টি। আপনার পছন্দের ব্যাংকিং সেবা নির্বাচন করুন এবং সেখানে ১৫০ টাকা ফি জমা দিন। তবে আবেদন ফি জমা দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। কারণ সার্ভার জনিত সমস্যার কারণে আবেদন ফি যুক্ত হতে বেশ সময় লেগে যায়। এজন্য ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এবং চেষ্টা করুন পুনরায়।
চতুর্থ ধাপ
একাদশ শ্রেণি ভর্তি নিয়ম এর মাঝে অন্যতম আরেকটি হচ্ছে কলেজ নির্বাচন। শিক্ষার্থীদেরকে অবশ্যই কলেজ নির্বাচন করতে হবে সঠিকভাবে। প্রথমে যে বিষয়টি নির্বাচন করতে হবে সেটি হচ্ছে বোর্ড, কলেজটি কোন জেলায় অবস্থিত এবং কোন উপজেলায় অবস্থিত। এরপর নির্বাচন করতে হবে কলেজের কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছেন সে বিষয়টি। কলেজ নির্বাচনের সময় দেখাবে আপনি কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার যোগ্যতা রাখছেন এমনকি ভর্তি হতে পারবেন সে বিষয়টি। আপনি যে কলেজ বেশি প্রাধান্য দিবেন সে কলেজটি প্রথম চয়েজে রাখবেন।তবে এভাবে পর্যায়ক্রমে দিতে হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ যে ধাপ রয়েছে সেটি হচ্ছে কোটা নির্বাচন। যাদের কথা রয়েছে অবশ্যই সঠিকভাবে কোটা ফিলাপ করতে হবে।
পঞ্চম ধাপ
সকল কলেজগুলো সঠিকভাবে নির্বাচন করতে হবে। কলেজগুলো নির্বাচন করার পর সবগুলো সঠিকভাবে দেখে নিতে হবে পুনরায়। তবে লক্ষণীয় বিষয় যে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ নির্বাচন করতে পারবে একজন শিক্ষার্থী। কলেজ সঠিকভাবে নির্বাচন হয়ে গেলে এবার সাবমিট অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
এই ছিল একাদশ শ্রেণি ভর্তি নিয়ম। আবেদন সাবমিট করার পর সেখানে উপরে দেখতে পারবেন পিডিএফ ডাউনলোড নামের একটি অপশন। এবার সঠিকভাবে পিডিএফটি ডাউনলোড করুন এবং তার প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখুন। ফলাফল মোবাইলের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা আপনারা প্রোফাইলে ঢুকে এই ফলাফল দেখতে পারবেন সরাসরি।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩