আই নিউজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন বিকেলে
ছবি- সংগৃহীত
দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনে হা/মলা এবং বা/ধা দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
ঘোষণা অনুযায়ী শনিবার (১৩ জুলাই) সারাদেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ এবং ৬৪ জেলায় একযোগে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনও করবেন তারা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ এলাকায় আসেন। বিকেল ৪টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা পরে তারা শাহবাগে অবস্থান নেন।
শাহবাগে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার শাহবাগ ত্যাগ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করা হয়। সেখান থেকে শাহবাগ মোড়ে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। সারা দেশের আন্দোল ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেন তারা।
গত বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ৷ কিন্তু ৭ জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩