Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি 

প্রকাশিত: ১৩:৫৫, ২ অক্টোবর ২০২৪

সাংবাদিকদের সাথে শাবি উপাচার্যের মতবিনিময়

শাবিপ্রবির সংবাদকর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা। ছবি- আই নিউজ

শাবিপ্রবির সংবাদকর্মীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়  ‘প্রশাসনিক ভবন-২’ এ উপাচার্যের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির  বিশ্ববিদ্যালয় মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়কে পূনরায় সচল করতে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া শুরু করেছি। যে পদগুলো খালি আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম দ্রুত শুরু করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেছি। সেখানে থাকা বিভিন্ন সমস্যা সনাক্ত করেছি, যেগুলো শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধান করা হবে। শাবির বিভাগগুলোকে গবেষণা নির্ভর বিভাগ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। শাবিকে সামনে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থী সকলে এক সাথে কাজ করতে হবে। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়