Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি

প্রকাশিত: ১৩:১৩, ২৭ জানুয়ারি ২০২৫

শাবি পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং মোহাম্মদ নজরুল ইসলাম

অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং মোহাম্মদ নজরুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন সভাপতি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফভিপি সিলেট রিজিওনের প্রধান ও ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গত শুক্রবার (২৫ জানুয়ারী) রাতে এক ভার্চুয়াল সভায় ৪০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্যসদস্যরা হলেন সহসভাপতি লিটন চন্দ্র দে, ড. মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মহসিন আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খালিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ানুর রহমান মনোনীত হয়েছেন। 

এছাড়া দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমাপ্রসাদ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, পেশা ও দক্ষতা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. গোলাম সারোয়ার সোহান, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পিন্টু ভূষণ দত্ত, সাংস্কৃতিক সম্পাদক শাবাব নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক এম এ তালেব, সমাজকল্যাণ সম্পাদক মোছা. রাহিমা বেগম; নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, মোহাম্মাদ মাহবুবুর রশিদ, কৃপাময় রায়, মোহাম্মদ কামাল হোসেন, এ কে এম জালাল উদ্দিন, অমিত কল্যাণ গাঙ্গুঁলী, মিজানুল ইসলাম মোহাম্মদ ফয়সাল মুন্না, মো. মাহবুবুল আলম রনি, মো. শামছুর রহমান, মেজবাহ উদ্দিন আহমেদ তামান্না, অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, হিফজুর রহমান, এস এম আমিন আল মুরাদ, খন্দকার হুমায়রা আখতার, সুমন আল মাহমুদ, মো. আনোয়ারুল ইসলাম, উপপরিচালক মো. আমরুল্লাহ, মো. সাব্বির হোসেন রসি, আশিকুল হক, মানস পান্থ, মো. নাঈমুল হাসান, আনিসা আহমেদ চৌধুরী ও মো. সাদেকিন ইসলাম মনোনীত হয়েছেন।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়