Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০০, ২১ মার্চ ২০২৫

শাবিপ্রবিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের  ১৩ বছর পূর্তি উদ্‌যাপন

সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টার ও ক্লাবের সদস্যরা।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টার ও ক্লাবের সদস্যরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র ১৩ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে এসে মিলিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাবরিনা আফরোজ মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এসময় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিল। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মোজাম্মেল হক বলেন, ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও ক্যারিয়ার উন্নয়নের নানাবিধ দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে। যা সত্যি প্রশংসার দাবি রাখে। এসময় তিনি ক্যারিয়ার ক্লাবের সাথে তার দীর্ঘ ১৩ বছরের পথচলার স্মৃতিচারণ করেন।

সংগঠনটির সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি ক্যারিয়ার টক, ন্যাশনাল কেইস কম্পিটিশন, জবফেস্ট, মোটিবেশনাল স্পিচ, বিসিএস বিষয়ক কর্মশালা, জিআরই-আইএলটিএস সহ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালার আয়োজন করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে ১৩ বছর পূর্তি উপলক্ষ্যে  কেক কেটে জন্মবার্ষিকী উদ্‌যাপন করেন সংগঠনটির সদস্যরা।

সাগর/আইনিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়