Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৭:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব 

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটি শ্রদ্ধা নিবেদন করে। 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, প্রক্টর অধ্যাপক মুকলেসুর রহমান, সহকারী প্রক্টর বেলাল শিকদার, শাবি প্রেসক্লাবের সাবেক সদস্য আবু সায়েম, শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন, সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলমসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে  শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ এই প্রথম জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছেন। আজকের এই দিনে শাবি প্রেসক্লাব সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। 

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়