শাবিপ্রবি প্রতিনিধি
সিলেট প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

ফুলেল শুভেচ্ছা।
সিলেট প্রেসক্লাবের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২০তম কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
সভায় শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে শাবি প্রেসক্লাবের সদস্যরা ক্যাম্পাসের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসে সাংবাদিকতা করে অনেকেই এখন পেশা হিসেবে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। এটা খুবই ভালো লাগার বিষয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখে কাজ করতে হবে। আশাকরি, ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন। এসময় তিনি শাবি প্রেসক্লাবের নতুন নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, শাবি প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের সম্পর্ক শুরু থেকেই। এ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সর্বোপরি, পড়ালেখা ঠিক রেখে সাংবাদিকতায় নিজেদের অবস্থান দৃঢ় রাখতে হবে।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, সিলেট প্রেসক্লাব সবসময় শাবি প্রেসক্লাবের পাশে ছিল। এজন্য সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্পর্কের বন্ধন আরো মজবুত হবে। আশাকরি, অতীতের ন্যায় আগামী দিনেও সিলেট প্রেসক্লাবকে পাশে পাবে শাবি প্রেসক্লাব।
মতবিনিময়কালে সিলেট প্রেসক্লাব ও শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩