শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৭:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শাবিতে `স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ-২০২৫’ এর চ্যাম্পিয়ন কোর আই-৭

জমকালো আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ-২০২৫’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোর আই-৭ ও রানার্স আপ ‘এফ সি-১৯’।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে শুরু হয় এই টুর্নামেন্টের ফাইনাল। শাবিপ্রবির একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এই টুর্নামেন্টের আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টটিতে ২৪টি দল অংশগ্রহণ করে। গত ১২জানুয়ারি থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৩৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে কোর আই-৭ ও এফসি-১৯ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে ২-১ গোলে জয় পায় কোর আই-৭।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টটি পরিচালনা করার জন্য স্পোর্টস সাস্টকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, নলেজ ইজ পাওয়ার যেমনি তেমনি স্পোর্টস ইজ অলসো পাওয়ার। স্পোর্টস বডি, মাইন্ড ও সোলকে গিয়ার আপ করে। এজন্য স্পোর্টস খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য। সেজন্য তোমাদের যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সেগুলো প্রশাসন থেকে নেওয়ার চেষ্টা করবে। পড়াশোনাকে প্রথম প্রায়োরেটিতে রেখে আমাদের খেলাধুলা করতে হবে। এসময় তিনি, ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা ও সুশৃঙ্খলতার সাথে স্পোর্টস সাস্ট এরকম আয়োজন অব্যাহত রাখবে সেই প্রত্যাশা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, স্পোর্টস সাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তার, ড. মোহাম্মদ সাইফুল আমিন, মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছে মারূফ, সর্বোচ্চ গোলদাতা নাদিম, বেস্ট গোলকিপার শাকিল হায়াত, ম্যান অব দ্যা টুর্নামেন্ট দীপ্ত ও ফেয়ার ফ্লে অ্যাওয়ার্ড পেয়েছে টিম ইম্প্লয়ি ইউনিয়ন।
উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে নানা ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে সংগঠনটি।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩