Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১০, ২১ মার্চ ২০২৫

ভর্তিচ্ছুদের সহায়তায় শাবিপ্রবি ছাত্রশিবির 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি)  ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের  ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রশিবির। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য )বিভাগের ও বিকেলে এ ইউনিট  (বিজ্ঞান) বিভাগের ভর্তি পরীক্ষায় সহায়তা প্রদান করেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। 

ছাত্রশিবিরের বুথে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মাহে রমজান কে সামনে রেখে ভর্তি পরিক্ষার্থীদের রমজানের ক্যালেন্ডার, ডাইরি উপহার দেন তারা। এছাড়াও পরীক্ষাকেন্দ্রে সঠিকভাবে পৌঁছাতে ম্যাপ  বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন বই, মোবাইল, ঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী জমা রাখার সুবিধার ব্যবস্থাসহ অবিভাবকদের বসার ব্যবস্থা করে শাখা ছাত্রশিবির। 

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমরা সর্বাত্মক সহায়তা করছি তারা যেন কোনো অসুবিধা ছাড়া পরীক্ষা দিতে পারে। এখানে পরীক্ষার্থীরা নতুন এসেছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আমরা তাদের পাশে থাকতে আমাদের এই উদ্যোগ।  বিশ্ববিদ্যালয়ের ভেতরে কার্যক্রম করা প্রসঙ্গে তিনি বলেন,  আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে রাজনৈতিক ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কার্যক্রম বন্ধ রেখেছে। তাই আমরা প্রধান ফটকের সামনে বুথ বসিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।

আওয়ামী শাসন আমলে ব্যানারে কাজ করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই দেশের সকল ছাত্র সংগঠন তাদের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করুক। প্রতিযোগিতা হোক ভালো কাজের। কেউ কাউকে দমন করুক এটা আমরা চাইনা। হ্যাঁ আওয়ামী শাসন আমলে ছাত্রলীগ সকল ছাত্র সংগঠনকে দমন নিপীড়নের মাধ্যমে তাদের আধিপত্য বিস্তার করেছিল। যার সবচেয়ে বড় শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়