Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১৩, ২১ মার্চ ২০২৫

শাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ‘ইসলামী ছাত্র আন্দোলন’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখা। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য )বিভাগের ও বিকেলে এ ইউনিট  (বিজ্ঞান) বিভাগের ভর্তি পরীক্ষায় সহায়তা প্রদান করেন তারা।

সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেন। হেল্প ডেস্কে বিভিন্ন সহায়ক উপকরণ (পানি, কলম, চকলেট এবং টিস্যু ইত্যাদি) দিয়ে শিক্ষার্থীদের  সহায়তা করেন তারা। এছাড়া জরুরি মুহূর্তে বাইক সার্ভিস প্রদান করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি শাখার সভাপতি আব্দুর রহমান মাহি, সহ-সভাপতি জুয়েল মাহমুদ, সাধারণ সম্পাদক আজাদ শিকদার ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান যায়েদসহ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

আজাদ শিকদার বলেন ‘জরুরি মুহূর্তে পরীক্ষার্থীরা যেন নিরাপদে ও যথাসময়ে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বাইক সার্ভিস প্রদান করা হয়। এই সেবাটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাত্রাকে নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সাগর/আইনিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়