শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০২:২০, ৯ মার্চ ২০২৫
শাবির সামাজিক সংগঠনের সাথে শিবিরের মতবিনিময় ও ইফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে ইসলামি ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় নগরীর মদিনা মার্কেট এলাকার প্যানোরোমা রুফ টপ রেস্টুরেন্ট এই মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার এর সভাপতিত্বে ও শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিশের অধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় শিবিরের উদ্দেশ্যে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুবই আনন্দ লাগছে যে এই প্রথম কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিরা এক ছাদের নিচে একত্রিত হতে পেরেছি। যা বিগত ফ্যাসিস্ট আমলে আমরা কখনো দেখি নাই। এর ধারাবিকতা থাকুক সে প্রত্যাশা রাখছি।
তারা আরো বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, হানাহানি মারামারিসহ সকল অপকর্ম চর্চা হতে দেখেছি। এতে করে সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্ররাজনীতির নিয়ে এক প্রকার ঘৃণা তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা রাখব ছাত্রশিবির তাদের ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মনের মধ্যে ছাত্ররাজনীতির প্রতি যে নেতিবাচক ধারণা রয়েছে তার বিলোপ ঘটাবে।
সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আরো বলেন, ছাত্রশিবিরসহ যারাই সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চায় তাদের সাথে আমরা সবসময় থাকব। সকলের অংশগ্রহণের মাধ্যমে শাবিপ্রবিকে আমরা সামনের দিকে নিয়ে যাব। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে হবে।
পবিত্র মাহে রমজান মাসে ত্যাগের মহত্ত্বের কথা ব্যাখ্যা করে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আসার জন্য। আপনাদের কাছে আমাদের চাওয়া থাকবে আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করবেন। তবে, আমাদের বিষয়ে যে অপপ্রচার হয় সেই বিষয়ে সতর্ক থাকবেন।
তিনি আরো বলেন, আপনারা অবগত আছেন গত কিছুদিন আগে ফাকাব্বির নামে একটি ছেলে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য ছাড়ানোর চেষ্টা করেছে। আমরা সেখানে ধৈর্যের পরিচয় দিয়ে সঠিক বিষয়টি সামনে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এরকম গুজবের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা কীভাবে কাজ করতে পারি সে বিষয়ে সবসময় আপনারা আমাদের পরামর্শ দিয়ে পাশে থাকবেন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩