সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:২৮, ১৯ এপ্রিল ২০২৫
শাবি প্রেসক্লাবের সাথে কুলাউড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার থেকে আগত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘কুলাউড়া স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন, সিলেট’।শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ফাহিম আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক তামিমা জান্নাত তাম্মি।
এ সময় সংঠনটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক অয়ন ধর ও সহ দপ্তর সম্পাদক নিশাত এবং সংগঠনের এমসি কলেজ শাখার সহ-সভাপতি স্বপন মীর উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি ফাহিম আহমেদ চৌধুরী বলেন, উপজেলা ভিত্তিক সংগঠন হলেও আমাদের কার্যক্রম বড় পরিসরে পরিচালিত হয়ে থাকে৷ এখানে প্রতিটা সদস্য আন্তরিকতার তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই পরামর্শ ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে প্রেসক্লাব সবসময় আমাদের পাশে থাকবে।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, আঞ্চলিক সংগঠনগুলো সর্বদা শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকেন। শাবি প্রেসক্লাবও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্লাটফর্ম ভিন্ন হলেও উদ্দেশ্যে একই শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাওয়া। সংগঠন ছোট হোক বা বড় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই মূখ্য বিষয়। এই পথ চলায় প্রেসক্লাবে সর্বদা আপনাদের পাশে থাকবে।
এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক, সাগর হোসেন জাহিদ ও সাধারণ সদস্য নোমান ফয়সাল উপস্থিত ছিলেন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া