Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ১২:২৭, ৩ মার্চ ২০২০
আপডেট: ১২:২৭, ৩ মার্চ ২০২০

শাবির কর্মকর্তা-কর্মচারীদের ‘ডিজিটাল ডিভাইসে অ্যাটেনডেন্স’ চালু

শাবি প্রতিনিধি: ডিজিটাল ডিভাইসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ডিজিটাল অ্যাটেন্ডেন্স’ সিস্টেম চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন-২’ এর সম্মেলন কক্ষে এ পদ্ধতির উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার সেই স্বপ্নের সহযোগী হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি। দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সময়ের প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ডিজিটাল উপস্থিতি চালু খুবই কার্যকরী উদ্যোগ। এতে করে সবকিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

শাবি ভিসি এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ডিভাইস সংয্ক্তু ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন।

জিএম ইমরান হোসেন/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়