প্রকাশিত: ০৯:০৬, ৩০ এপ্রিল ২০১৯
আপডেট: ১৩:৩৯, ৩ মে ২০১৯
আপডেট: ১৩:৩৯, ৩ মে ২০১৯
পাকিস্তানকে কতোটা ঘৃণা করে বাংলাদেশের মানুষ!
সোস্যাল মিডিয়াঃ লাল সবুজের বাংলাদেশ দলের জার্সিতে লাল রঙ না থাকায় সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। অনেকেই এই জার্সির সাথে পাকিস্তানের জার্সির মিল খুঁজে পেয়েছেন, যা ক্রিকেট প্রেমীদের আরো ক্ষুব্ধ করে । এ নিয়ে অনলাইন এক্টিভিস্ট দেবজ্যোতি দেবু নিজের ফেসবুকে লেখেন ----
বাংলাদেশের মানুষ পাকিস্তানকে কতোটা ঘৃণা করে তার প্রমাণ একদিনেই দেখিয়ে দিয়েছে। ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের জন্য তৈরি করা বিতর্কিত জার্সির রঙ পাল্টানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বিসিবিকে। পাকিস্তান প্রেমে বুদ হয়ে থাকা কিছু বরাহ শাবক যে নেই তা না। তাদের মিনমিনে কণ্ঠও চাপা পড়ে গেছে বাঘের হুংকারে। এটাই বাংলাদেশ। তবে বিসিবি কর্মকর্তাদের মধ্যে এই বোধ কতটুকু আছে সেই বিষয়ে প্রশ্ন উঠতেই পারে।
শোনা যায় স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন নামক একটি প্রতিষ্ঠানের করা অনেকগুলো ডিজাইন থেকে বিসিবি লাল এবং সবুজ রঙের আলাদা আলাদা দু'টি ডিজাইনের জার্সি বাছাই করে। গত কয়েক বছর যাবৎ এই প্রতিষ্ঠানই বাংলাদেশ দলের জার্সি তৈরি করে আসছে। অথচ আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর যখন বিতর্ক শুরু হলো তখন বিসিবি প্রধান জানালেন তিনি তখনই নাকি এই জার্সি দেখেছেন! এটা কেমন কথা হলো? জার্সি উন্মোচনের আগে বিসিবি প্রধান এই জার্সি দেখেননি? তাহলে জার্সি এপ্রুভ করলো কে?
প্রথমে জার্সির ডিজাইল হলো, তারপর সেটা বিসিবি'র কাছে জমা দেয়া হলো, তারপর যাচাই বাছাই করে দুটি ডিজাইন এপ্রুভ করা হলো। অবশেষে সেটা বিসিবি প্রধান বাংলাদেশ দলের অধিনায়কের হাতে তুলে দিলেন। এতোকিছুর মাঝে কারো মনেই কি জার্সির রঙ নিয়ে প্রশ্ন জাগলো না? জার্সির এপ্রুভাল যিনি দিয়েছেন তিনিই বা কোন যুক্তিতে এটা এপ্রুভ করলেন?
সকল সমস্যা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে! এ এক অদ্ভুত সংস্কৃতি তৈরি হয়েছে যেন! শোনা যায়, এইবারও প্রধানমন্ত্রীর নির্দেষেই নাকি বিতর্কিত জার্সি পরিবর্তন করে নতুন জার্সি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে! কেন ভাই? প্রধানমন্ত্রী ছাড়া কি আপনাদের মাঝে এমন একজনও নাই যিনি লাল-সবুজের মাহাত্ম বোঝেন? যদি না থেকে থাকেন তাহলে দায়িত্ব ছাড়েন। এমন বোধশক্তিহীন মানুষ আমাদের চাই না।
তবে নতুন জার্সির কাজ শুরু হলেই যে সেটা পরে মাশরাফিরা বিশ্বকাপ খেলতে পারবেন এমনটা কিন্তু নয়। বিশ্বকাপের জার্সি আইসিসি'র কাছ থেকে অনুমোদন নিয়ে চূড়ান্ত করা হয়। তাই নতুন জার্সির ডিজাইন ঠিক করে আবার আইসিসিকে পাঠাতে হবে। তাদের অনুমোদন পেলে তবেই নতুন জার্সি ব্যবহার করা যাবে। তাই নতুন জার্সির কাজ শুরু হলেও কবে নাগাদ তার অনুমোদন আসবে এবং কবে জার্সি তৈরির কাজ শেষ হবে তা এখনো অনিশ্চিত।
(ফেসবুক থেকে)
দেবজ্যোতি দেবু, অনলাইন এক্টিভিস্ট , ব্লগার
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়