Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ০৮:০৩, ২৮ মে ২০১৯
আপডেট: ০৮:২৭, ২৮ মে ২০১৯

পানির নিচে উবার

আন্তর্জাতিক ডেস্ক:  এবার পানির নিচেও চলবে উবার।  পানির নিচের সৌন্দর্য উপভোগের জন্য  সাবমেরিনও ভাড়া দেবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। উবার  কর্তৃপক্ষ জানাইয়, দুই আসনবিশিষ্ট আকারে ছোট সাবমেরিনটি প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার উপকূলে দেখা যাবে।ব্যাটারিচালিত সাবমেরিনটি গাড়ি ও মোটরবাইকের মতোই উবার অ্যাপের সাহায্যে ভাড়া করা যাবে। সুবিধাটি নিতে চাইলে জনপ্রতি গুনতে হবে এক হাজার ডলার। সেবাটি চালু থাকবে ১৮ জুন পর্যন্ত। সূত্র : ডেইলি মেইল   এসটি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়