নিজস্ব প্রতিবেদক
ঢাবির টিএসসিতে কাওয়ালি কনসার্টে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর
ছাত্রলীগের হামলায় পণ্ড কাওয়ালি কনসার্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছিলো কাওয়ালি কনসার্টের। তবে ছাত্রলীগের হামলায় পণ্ড হয়েছে এই কাওয়ালি কনসার্ট। টিএসসির কাওয়ালি কনসার্টে ছাত্রলীগ হামলা ও ভাঙচুর করেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি মিলনায়তনে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলায় ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা অংশ নেয়।
হামলায় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক রাব্বী হক, কর্মী ফরিদ জামান, জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের কর্মী তুষারসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
হামলায় অনুষ্ঠানে আসা শ্রোতা-দর্শক, আয়োজক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আয়োজকরা।
আয়োজকদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ইন্ধনে এই হামলা চালানো হয়েছে। আয়োজনের শুরু থেকেই সাদ্দাম হোসেন নানাভাবে এই কাওয়ালি গানের আসর না করার জন্য নিষেধ করে আসছিল। এর প্রেক্ষিতে টিএসসিতে টানানো ওই প্রোগ্রামের ব্যানারও নামিয়ে ফেলার চেষ্টা করেন তিনি।
আয়জকরা আরো জানান, গত সপ্তাহে তারা টিএসসির পরিচালক আকবর হোসেনের অনুমতি নেয়। এরপর তাদের কার্যক্রম শুরু করে। আজ দিনের মধ্যে স্টেইজের কার্যক্রম সম্পন্ন করলেও বিকেলে সাউন্ড সিস্টেমের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা তৈয়েব জানান, সাদ্দাম হোসেন তাকে নিষেধ করেন। পরে তারা অন্য জায়গা থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনে। এর আগেই সাদ্দাম হোসেনের অনুসারী বিভিন্ন হলের নেতাকর্মীরা এসে অনুষ্ঠানে হামলা করে। এতে তাদের বেশ কয়েকজন আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাওয়ালি ব্যান্ড “সিলসিলা” ও সাধারণ ছাত্রদের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই কাওয়ালি কনসার্টের। অনুষ্ঠানে কাওয়ালি সংগীত পরিবেশন করার কথা ছিলো মুর্শিদি-ভান্ডারী ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল। অনুষ্ঠানের মূল কাওয়াল দল হিসেবে আসছেন ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা খাঁ ও তার দল।
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাদ্দাম হোসেন বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তারা অসৎ উদ্দেশ্যে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগকে জড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন-
‘আমরা জানতে পেরেছি, অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে নানা মতবিরোধ ছিল। কোন তরিকায় প্রোগ্রামটা হবে, মেয়েরা উপস্থিত হতে পারবে কি না, হালাল নাকি হারাম- এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে আগে থেকেই সংঘাতের আবহ তৈরি হয়ে ছিল।’
হামলার ভিডিওতে ছাত্রলীগের অনেক কর্মীকে জড়িত থাকতে দেখা গেছে জানালে তিনি বলেন, ‘কেউ কিছু এডিটেড ভিডিও বানিয়ে যদি ছাত্রলীগেকে ঘায়েল করার চেষ্টা করে তাহলে সেটি সঠিক পন্থা নয়।’
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, কারা হামলা চালিয়েছে জানি না। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
পিটুনি খেয়ে শামীম ওসমানের কাছে বিচার দিলেন ছাত্রলীগ নেতা
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩