Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ২১ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:০৭, ২১ জানুয়ারি ২০২২

আন্দোলনকারীদের সাথে শাবির সাবেক ছাত্রলীগ নেতাদের একাত্মতা

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা একাত্মতা জানিয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এসে তারা এ একাত্মতা ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মকাদ্দুস আলী, একই শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ চৌধুরী।

এছাড়া ছাত্রলীগ নেতা  মলয় সরকার, আবু সায়েম, সৌমিত্র সিংহ দাশ, প্রদীপ চন্দ্র দাশ, আব্দুর রশিদ রাশেদ, জ্যোতিলাল দাস, নবকুমার রায়, বিজিত লাল দাস, সাইফুল আলম রিজভী, সুপ্রাজিৎ চৌধুরী, এ টি এম ফয়েজ, শ্রী নিবাস দাসপ্রমুখ।

আরও পড়ুন- ঢাকায় নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান শাবি শিক্ষার্থীরা

এসময় সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ চৌধুরী অনশনকারীদের উদ্দেশ্য বলেন, আমরা শাবির সাবেক ছাত্রলীগের নেতৃত্ববৃন্দরা আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সরকারি ছুটির এ দুইদিনে অনশনটা স্থগিত রাখুন। এসময় অনশনকারীরা তার দাবিকে প্রত্যাখান করে বলেন, আমরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। তখন, ছাত্রলীগের সাবেক এ নেতৃবৃন্দ আর কোন কথা না বাড়িয়ে আন্দোলনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, যত দ্রুত সম্ভব আপনারা সমস্যাটি মিটিয়ে ফেলুন। এমনকি এ সমস্যা সমাধানে ছাত্রলীগের এ নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি

আইনিউজ ভিডিও

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়