শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৮:০০, ২২ জানুয়ারি ২০২২
অনশনে অনড় শিক্ষার্থীরা, নানার মরা মুখও দেখল না রুবি
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। এমনকি নানার মরা মুখ দেখতেও অনশনস্থল ত্যাগ করেনি রুবি নামের এক শিক্ষার্থী।
শাশনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টা ৩০মিনিটের দিকে এমনটাই জানায় আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনশনরত এক শিক্ষার্থীকে অনশন ভাঙাতে মুখে জোর করে জুস ঢুকানোর চেষ্টা করে শিক্ষকেরা। এসময় অনশনকারী হাত দিয়ে বাধা দিতে গেলে বাঁ হাতে আঘাত পায়। তবুও, শিক্ষকদের জোর প্রচেষ্টায়ও সে অনশন ভাঙেনি।
আরও পড়ুন- ভিসির পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের কাফন মিছিল
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে অনশনকারী রুবি সংবাদ পায় তার নানা মারা গেছে। মৃত নানার মুখখানি দেখানোর জন্য রুবিকে নিতে আসে তার ছোট ভাই। তবে, ভাইকে ফিরিয়ে দিয়ে অনশনেই থেকে রুবি। সাফ জানিয়ে দেয় উপাচার্যের পদ থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত রুবি অনশনেই থাকবে।
উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত, ২৩জন অনশনকারীর মধ্যে ১৭ জন অনশনকারীর শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় সেখানে গিয়েও অনশন ভাঙেনি তারা।
আইনিউজ/জি এম ইমরান/এসডিপি
আইনিউজ ভিডিও
৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩