শাবি প্রতিনিধি
এবার গণঅনশন কর্মসূচির ঘোষণা দিলেন শাবির শিক্ষার্থীরা
উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার গণঅনশন কর্মসূচির ঘোষণা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন শিক্ষার্থী গণঅনশন করতে সই করেছেন। এরা হলেন- ইফতেখার আল মাহমুদ, সামিউল এহসান শাফিন, ছামিরা ফারজানা।
আন্দোলনকারীদের মধ্যে ইয়াসির সরকার বলেন, আমাদের সহযোদ্ধারা এখন সংকটাপন্ন অবস্থায়। তাদের জীবন হুমকির মুখে। এমন সময়ও উপাচার্য ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন। তাই আমরা সবাই গণঅনশন শুরু করব।
আরও পড়ুন- অনশনে অনড় শিক্ষার্থীরা, নানার মরা মুখও দেখল না রুবি
শিক্ষার্থীরা বলেন, চারদিন থেকে ২৪টি মানুষ অনশন করছে। তাদের জীবন হুমকির মুখে রেখে উপাচার্য এখনো দায়িত্ব আঁকড়ে বসে আছেন। সুতরাং আমরা তার নতুন নাম দিচ্ছি- ‘বিশ্ব বেহায়া দ্যা সেকেন্ড’। এমনকি প্রথম বেহায়াদের মতোই তাকেও সরিয়ে দেওয়া হবে। যদি সব শিক্ষার্থী মারা যান, তবুও এই নির্লজ্জ উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন থামবে না।
এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশনে ইতোমধ্যেই পার হয়েছে ৭৮ ঘণ্টা। একটু পর পর বাজছে অ্যাম্বুলেন্সের সাইরেন। অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন শিক্ষার্থী। তারা নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর হাসপাতাল থেকে কিছুটা সুস্থতা বোধ করলে একজন ফিরেছেন অনশনস্থলে।
আরও পড়ুন- ভিসির পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের কাফন মিছিল
এর আগে শনিবার বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী মরদেহ নিয়ে কাফন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা সেখানে কিছু সময় অবস্থান করেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩