জি এম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:১৫, ২৩ জানুয়ারি ২০২২
রাত নামতেই শাবিপ্রবি ভিসি বাসভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন
শাবি শিক্ষার্থীদের ভিসিবিরোধী আন্দোলন (হীরক ভিসির শেষে)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এ পদক্ষেপ নেন। ফলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ-এর বাসভবন এখন বিদ্যুৎ সংযোগহীন।
এর আগে রোববার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মানব শিকল দেন আন্দোলনকারীরা। শাবিপ্রবি ভিসি বাসভবনে মানব শিকল ছাড়াও পানি-বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এখন থেকে আর কেউ (পুলিশ ও সংবাদকর্মী ব্যতীত) যাতে তার বাসভবনে প্রবেশ করতে না পারে এজন্য তারা এ উদ্যোগ নিয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে এ শিকল গড়ে তুলেন। এসময়ে তারা শাবিপ্রবি ভিসি বাসভবনে জরুরি সামগ্রীও প্রবেশ করতে দিবেন না বলে জানান।
শাবিপ্রবিতে চলমান আন্দোলন
অনশনের পরও শাবিপ্রবি ভিসি পদত্যাগ না করলে তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হবে বলে জানিয়েছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলন করে রোববার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ।
- আরও পড়ুন - অনশন ভাঙাতে শিক্ষার্থীকে আঘাত করলো শিক্ষক!
এরআগে শিক্ষার্থীরা তাদের ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা দেন, রোববারের পর থেকে শাবিপ্রবি ভিসি বাসভবনে পুলিশ ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তার বাসায় পানি, বিদ্যুৎসহ সব পরিসেবা বন্ধ করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবো।
‘তখন তার বাসার জরুরি পরিসেবাও (পানি, বিদ্যুৎ) বন্ধ করে দেব আমরা। আর আজ থেকে পুলিশ ছাড়া কেউ তার বাসায় প্রবেশ করতে পারবেন না।’
শাবিপ্রবি ভিসি বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।
বাসবভনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তবে তার বাসায় প্রতিদিনই শিক্ষক, কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকরা যাওয়া-আসা করছেন। চালু রয়েছে তার বাসার সব জরুরি পরিসেবাও।
উপাচার্যের বাসার সামনে মানবপ্রাচীর গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
আইনিউজ/জিএমইমরান/এমজিএম
আইনিউজ ভিডিও
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩