আইনিউজ ডেস্ক
আপডেট: ১৮:০৭, ২৫ জানুয়ারি ২০২২
‘ফরিদ উদ্দিনের পাপের ঘড়া পূর্ণ হয়েছে’
শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমেদ ও ঢাবির অধ্যাপক ড. রুশাদ ফরিদী
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পাপের ঘড়া পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রসঙ্গে এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি এমনটাই লিখেছেন।
ফেসবুক স্ট্যাটাসে ড. রুশাদ ফরিদী লেখেন, ‘ভিসি ফরিদ উদ্দিনকে আমি খুব সম্ভবত ২০১৭ সালে ফেসবুকে ব্লক করে দেই। সেই ব্লক এখনো আছে। তখনো তিনি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, শাহজালালে যান নাই। কিন্তু তখনই ঢাবিতে উনার কর্মকাণ্ড দেখে উনার স্বরূপ আমার বেশ ভালো জানা হয়ে গেছে।’
‘উনাকে আমি প্রায় ৩০ বছর ধরে চিনি। সেই ১৯৯২ সালে প্রথম বর্ষে উনার পরিসংখ্যান ক্লাস ছিল। আমার জীবনে যে কয়জন বাজে শিক্ষক রয়েছেন তাদের মধ্যে উনি (উপাচার্য ফরিদ উদ্দিন) সম্ভবত ওপরের তালিকায় থাকবেন। আসলে উনাকে বাজে শিক্ষক বললে ভুল হবে। উনি কোনো শিক্ষকই ছিলেন না, মূলত ব্যবসায়ী ছিলেন। কোনো রকমে দুই-একটা ক্লাস নিয়ে গার্মেন্টসের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন।
আরও পড়ুন- জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন শাবি ভিসি
এরপর আমি ২০০৮ সালে যখন বিভাগে যোগদান করি শিক্ষক হিসেবে তখন উনি চেয়ারম্যান ছিলেন। তবে এটা স্বীকার করতে হবে যে বিভাগের চেয়ারম্যান হিসেবে উনি বিভাগের উন্নয়নের জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন। ইনফ্যাক্ট তখন উনার কাজ আর বিভাগের প্রতি ডেডিকেশন দেখে আমি রীতিমতো মুগ্ধ ছিলাম। উনার সঙ্গে বিভাগের উন্নয়নের জন্য প্রচুর কাজ করি। পরে দেখতে পাই এসব কিছুই তিনি ক্যাপিটালাইজ করেন তার ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষার জন্য।’
ভিসি ফরিদ উদ্দিন নীতিহীন শিক্ষকদের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উল্লেখ করে তিনি লেখেন, ‘পরবর্তীতে তিনি ডীন, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট সদস্য সবকিছুই ঢাবিতে হয়েছেন। আর দিনের পর দিন নীতিহীনতার একের পর এক উদাহরণ তৈরি করেছেন আর নিপীড়ক সরকারের দালালি করে গেছেন। আমার বিভাগের সবচেয়ে ফাঁকিবাজ আর নীতিহীন শিক্ষকদের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। উনার প্রশ্রয়ে দিনের পর দিন বিভাগে একটা কক্ষ পর্যন্ত এই ফাঁকিবাজরা রাখতেন না। গাড়ি থেকে নামতেন ক্লাস নিয়ে আবার গাড়িতে উঠতেন। আর দুই একজন কোনো ক্লাসই নিতেন না বছরের পর বছর।’
আরও পড়ুন- অ্যাপেনডিক্সের অপারেশন, তবুও অনশন ভাঙলেন না শাবির রাতুল
পদত্যাগ করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘এখন যা বুঝতে পারছি তা হলো ফরিদ উদ্দিনের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। উনার অশনি সংকেত বেজে উঠেছে। যেরকমই হোক একসময় তো শিক্ষক ছিলেন, সেই দাবী নিয়ে বলছি, স্যার, যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার পদত্যাগের দাবীতে দিনের পর দিন না খেয়ে শীতের কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ধুঁকে ধুঁকে মরছে, সেই বিশ্ববিদ্যালয়ে কোন মুখে আপনি এখনো আছেন? ক্ষমতা আর প্রতিপত্তির অন্ধ মোহ থেকে বের হয়ে আসুন। পদত্যাগ করে ফেলুন আজকেই আর এই ছেলেমেয়েগুলোর প্রাণ বাঁচান। প্লীজ।’
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩