রাকিবুল ইসলাম রিয়াদ
আপডেট: ১৪:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২২
কেন পড়ব সমাজকর্ম?
সমাজকর্ম সামাজিক বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সমাজকর্মের জন্ম মূলত ইংল্যান্ডে যা বিকশিত হয়েছে আমেরিকায়। প্রথম দিকে দান খয়রাত, মানবিকতা ও সাহায্যকারী পেশা হিসেবে গণ্য হলেও আধুনিক সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজকল্যাণমূলক ব্যবস্থা। বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। বিশ্বের প্রায় সব দেশেই এটি পেশা হিসেবে স্বীকৃত।
বাংলাদেশেও এর জনপ্রিয়তা কম নয়। আশা করা যায় খুব দ্রুত আমাদের দেশেও সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃত হবে এবং সমাজকর্মীদের আলাদা কর্মক্ষেত্র তৈরি হবে। সমাজকর্ম মন্ত্রণালয় এ বিষয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড পরিচালনা করছে।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়
দেশের মাত্র পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে অনার্স ও মাস্টার্স পড়ানো হয়। যথা:
- ঢাকা বিশ্ববিদ্যালয়।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও বিভিন্ন কলেজে সমাজকর্ম বিষয়টি পড়ানো হয়।
আলোচ্য বিষয়
সমাজকর্মের আলোচ্য বিষয় গুলোর মধ্যে রয়েছে :-
★ Social Case Work.
★ Social Group Work.
★ Community Development.
★ Social Administration.
★ Social Research.
★ Social Action.
★ Human rights and social justice.
★ Public health.
★ Field Work.
শিক্ষার মাধ্যম
বাংলাদের সব বিশ্ববিদ্যালয়েই সমাজকর্ম সম্পূর্ণ ইংরেজি ভার্সনে পড়ানো হয়ে থাকে।
জব সেক্টর
বিশ্ববিদ্যালয়ে পা রাখা ছেলেমেয়েদের প্রথম মাথাব্যাথা এখানেই। এই সাবজেক্ট পড়ে ভবিষ্যতে জব পাওয়া যাবে তো !! হ্যাঁ ভাই, প্রথমেই বলছি এটি দেশের বাহিরে একটি স্বীকৃত পেশা হিসেবে পরিচিত ,বাহিরে দেশে সমাজকর্মের প্রচুর ডিমান্ড রয়েছে। আর দেশের প্রেক্ষাপটে চাকরির ক্ষেত্রে তুমি বরং একধাপ এগিয়েই থাকবে যেমন রয়েছে-
- সরকারের সমাজসেবা অধিদপ্তর।
- সমাজকল্যাণ মন্ত্রণালয়।
- বিসিএস সাধারণ শিক্ষায় রয়েছে চাকরির সুযোগ।
- সরকারি হাসপাতালে সমাজকর্মী হিসেবেও চাকরি পেতে পারো।
- বেসরকারি সেক্টরে তথা বিভিন্ন এনজিও চাকরি নিয়োগে সমাজকর্মে ডিগ্রীধারীদের প্রাধান্যই সবচেয়ে বেশি।
সমাজকর্ম সংগঠন
যেহেতু এটি একটি পেশা (১৯৪০ সাল থেকে) তাই সারাবিশ্বে সমাজকর্মীদের ও রয়েছে একটি বৃহৎ সংগঠন যার নাম: National Association of Social Workers (NASW)
বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি জনবহুল দেশ। দুইশত বছরের অধিক সময় ধরে উপনিবেশিক শাসনের কষাঘাতে অর্থনৈতিক ভাবে আজও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। পরিশ্রমী মানব সম্পদের আধিক্য থাকার কারণে কৃষি নির্ভর এ দেশটির মানুষ নানাবিদ সমস্যার মাঝেও নিজেদেরকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ১৯৭১ সালে পরাধীনতার গ্লানি মুছে একখণ্ড স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজ পতাকার মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি দেশ জন্ম লাভ করে।
উন্নয়নের পথে রয়েছে নানান বাঁধা। যা থেকে উত্তোরনে ও উন্নয়নে পেশাগত সমাজকর্ম শিক্ষা ও অনুশীলন হতে পারে অন্যতম সহায়ক শক্তি।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি
আইনিউজ ভিডিও
এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩