নিজস্ব প্রতিবেদক
শহিদদের শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত ঢাবি ছাত্রলীগ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে হাাতহাতি ও মারামারিতে লিপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার সকালে ফুলের তোড়া ও ব্যানার নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে এলে আগে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে মারামরির ঘটনা ঘটে। এসময় অনেককেই বাঁশ নিয়ে মারামারি করতে দেখা যায়।
এ সময় শহীদ মিনার এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। জগন্নাথ হল ছাত্রলীগের সাথে শহীদুল্লাহ হল ছাত্রলীগ সংঘাতে জড়িয়ে পরতে দেখা যায়। বিজয় ৭১ হলের নেতাকর্মীদেরও মারামারি করতে দেখা যায়।
এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বিএনসিসি, স্কাউটের স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়। শুধু তাই নয়, বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে শ্রদ্ধা জানাতে আসা প্রতিনিধিদলের ফুলের তোড়া ও ব্যানার ছিনিয়ে ও ছিঁড়ে ফেলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘পরিবেশটা হুট করেই গরম হয়ে গেছে। আমরা শান্ত করার চেষ্টায় আছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত হন। কে কার আগে ফুল দিতে পারবে সেটা নিয়ে বাকবিতণ্ডার পরে মারামারির পর্যায়ে চলে যায়।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩