আইনিউজ ডেস্ক
৩৬ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবি ক্যাম্পাস

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর আগে গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়। এতে করে সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বেড়ে যায়। ফলে ৩৬ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবি ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, পূর্বের রুটিন অনুযায়ীই বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস করছেন। ক্লাসগুলোতেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
আরও পড়ুন- ‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না’, ভিসিকে শাবি শিক্ষার্থীরা
এদিকে ৩৬ দিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনোভা ত্বন্নী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। বিগত দিনে আমাদের যে সময়টা ক্ষেপণ হয়েছে তা কীভাবে কাটিয়ে ওঠা যায় সে প্রচেষ্টা থাকবে।
গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রীরা। পরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়। পরদিন বিকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে তাদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তবে তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের এক কিলোতে উপাচার্যের বাসভবনের সামনে অনশন শুরু করেন।
আরও পড়ুন- নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের জন্যে হবে আনন্দময়: শিক্ষামন্ত্রী
গত ২৬ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল অনশনরত ২৮ জন শিক্ষার্থীর অনশন ভাঙান। এরপর থেকে অহিংস আন্দোলনের ঘোষণা দিয়ে অবরোধ ও অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চালিয়ে আসছিলেন তারা। ১৪ দিন পর বুধবার বিক্ষোভ কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এর দুই দিন পর শুক্রবার সংকট নিরসনে সিলেট ছুটে যান শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী। তারা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। উপাচার্যের পদত্যাগের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্যের (রাষ্ট্রপতি) সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া উপাচার্যকে দুঃখ প্রকাশ করার পরামর্শ দেন। পরদিন উপাচার্য দুঃখ প্রকাশ করার পর শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩