Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২২

‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শাবি

বিসিসি ও আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওতায় বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় ২য় হয়েছে শাবির 'SUST Bangla NLP tool kit' এর প্রজেক্ট। যেখানে ১৪৭টি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিলো।

এ টিমের সদস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ ফয়সাল এবং মোহাইমিন আবিদ মেহেদী। তাদের মেন্টর হিসেবে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ।

উল্লেখ্য, মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বাংলা ভাষা-প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টে কার্যক্রমে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভেলপারদেরকে উৎসাহিত করার জন্য ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AI for Bangla) প্রতিযোগিতা ২০২১ শুরু হয়। এই লক্ষ্যে তরুণ গবেষক ও ডেভেলপারদের কাছ থেকে পুরস্কারের উদ্দেশ্যে  ‘ডেটাসেট’, ‘মডেল’ কিংবা ‘ওয়ার্কিং-প্রটোটাইপ’ (প্রথম ধাপে ধারণাপত্র ও দ্বিতীয় ধাপে রিসোর্স) জমা নেওয়া হয়।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়