শাবি প্রতিনিধি
আপডেট: ১৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২
শাবিতে `দ্বিতীয় জাতীয় পরিসংখ্যান দিবস` পালন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে 'দ্বিতীয় জাতীয় পরিসংখ্যান দিবস' পালিত হয়েছে। 'গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান' স্লোগানকে সামনে রেখে এ দিবসটি উদযাপন করে বিভাগটি।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন সি এর সামনে থেকে একটি র্যালি বের করেন বিভাগটি। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তাজউদ্দিনের সঞ্চালনায় ও বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলীর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুন- ইউক্রেন-রাশিয়া সংকট : যে প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, সারার্বিশ্বে পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ পঠিত বিষয়। এ বিষয়টি সরাসরি গবেষণার সাথে সম্পৃক্ত। পরিসংখ্যান ছাড়া ভালমানের গবেষণা সম্ভব না। আর গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই জাতীয় পর্যায়ে দিবস পালিত হচ্ছে। আশা করি, যে উদ্দেশ্যে দিবসটি পালিত হচ্ছে তা সফল হবার প্রত্যাশা জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোষাধ্যক্ষ বলেন, কখনো কোথাও ফাকি দেয়ার চেষ্টা করবে না। শিক্ষা কার্যক্রমে তোমরা ফাকি দিলে তার অভ্যস্ততা কর্মক্ষেত্রেও রয়ে যাবে। আর সর্বদা দেশের সেবাই নিজেদেরকে নিয়োজিত রাখবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে পরিসংখ্যানবিদ কিংবা এ বিষয়ে বিশেষজ্ঞ প্রয়োজন, যা তোমাদের প্রজন্ম থেকে তৈরি হবে।
আরও পড়ুন- মৌলভীবাজারে একদিনে দেওয়া হলো দেড় লাখ ডোজ টিকা
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন, অধ্যাপক ড. সাবিনা ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে রাত ৯টায় জুমে পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে ভার্চুয়ালি এক আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।
আইনিউজ/জিএম ইমরান/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩