শাবি প্রতিনিধি
আপডেট: ১২:১০, ১৫ মার্চ ২০২২
বিশ্ব সমাজকর্ম দিবসে শাবির সমাজকর্ম বিভাগের নানা উদ্যোগ

বিশ্ব সমাজকর্ম দিবস পালন উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে জানান, শাবির সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন।
দিবসটি পালন উপলক্ষ্যে তিনি বলেন, প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার নির্দিষ্ট একটি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ মার্চ) 'কো-বিল্ডিং এ নিউ ইকো সোশ্যাল ওয়ার্ল্ডঃ লিভিং নো ওয়ান বিহাইন্ড' প্রতিবাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালন করা হবে।
এ উপলক্ষ্যে শাবির সমাজকর্ম বিভাগের নেওয়া নানা উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, একাডেমিক ভবন-ডি এর ২০০৬ নম্বর রুমে সকাল ১০টা হতে রেজিষ্ট্রেশন শুরু হবে, সকাল ১০টা ৩০ মিনিটে একাডেমিক ভবন-ডি এর সামনে হতে একটি র্যালীর আয়োজন করা হবে, সকাল১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং বেলা ১২টায় পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, সমাজকর্ম এমন একটি বিজ্ঞান, যার নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে। ক্লাসরুমের শিক্ষাকে ব্যবহারিকভাবে কাজে লাগানোর সুযোগও পাওয়া যায় সমাজকর্মে। ব্যক্তি, দল, সমষ্টি যেখানেই সমস্যার সূত্রপাত, সেখানেই সমস্যা সমাধানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মী সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করে।
জিএম ইমরান/ শাবি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩