জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাজুল-রমজান প্যানেলের পুষ্পস্তবক অর্পণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ী হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রমজান প্যানেলের কর্মচারীরা।
সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়ন নির্বাচনে 'তাজুল-রমজান পরিষদ’ প্যানেল থেকে নবনির্বাচিত সভাপতি মো. তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সহ-সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক রমজান আহমদ, দপ্তর সম্পাদক নিরঞ্জন বাসপার, কোষাধ্যক্ষ সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক শ্রী সুনীল লাল, সহপ্রচার সম্পাদক অনন্ত চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন, নির্বাহী সদস্য মো. মানিক মিয়া, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, শ্রী মনি লাল দাস ও বিল্লাল মিয়াসহ ঐ প্যানেলের অন্যান্য সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে এবং কর্মচারীদের স্বার্থ রক্ষায় আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ১০ ই মার্চ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সমান সংখ্যক ভোট পেয়ে সভাপতি পদে দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন, প্রথম বছরের জন্য মো. তাজুল ইসলাম ও দ্বিতীয় বছরের জন্য মো. ছাদেক আহমদ। এছাড়া সাধারণ সম্পাদক রমজান আহমেদসহ ১৭ টি পদের মধ্যে ১১ টি পদে বিজয়ী হয় তাজুল-রমজান প্যানেল।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩