জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:১৮, ১৫ মার্চ ২০২২
তরুণদের কর্মসংস্থানের জন্য উপযোগী করে গড়ে তোলাই আমাদের মুখ্য উদ্দেশ্য: আসিফ সালেহ

ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ বলেছেন, ব্র্যাক সবসময় সমস্যা কেন্দ্রীক কাজ করে। ব্র্যাক তরুণদের সমস্যাগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এর সমাধান খুঁজে দেয়।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার বিষয়ক সেমিনার 'ক্যারিয়ার হাব' দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। আর এ অনুষ্ঠানে আসিফ সালেহ এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,বর্তমানে চাকরি নিয়ে তরুণদের মাঝে অনেক হতাশা কাজ করছে। তাই আমরা ক্যারিয়ার হাব এর উপর গুরুত্বারোপ করেছি। তাদেরকে কর্মসংস্থানের জন্য উপযোগী করে গড়ে তোলাই আমাদের মুখ্য উদ্দেশ্য।
সেমিনারে ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি শেলডন ইয়ড বলেন, 'বিশ্বের এনজিও সংস্থা গুলোর মধ্যে ব্র্যাক অন্যতম। ব্র্যাক সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করছে। ব্র্যাকের কাজগুলো তাদেরকে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে সহায়তা করেছে। আমি মনে করি ব্র্যাকের নোবেল পাওয়া দরকার'।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্যে ব্র্যাকের হেড অব স্কিল ডেভলপমেন্ট তাসমিয়া তাবাসসুম বলেন, যারা চাকুরী খুঁজছে এবং ভবিষ্যতে চাকুরি করবে ক্যারিয়ার হাব তাদের স্কিল ডেভলপ করা এবং চাকরির জন্য উপযোগী করে গড়ে তোলতে কাজ করে। ক্যারিয়ার হাব তরুণদের চাহিদা অনুযায়ী ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সিভি রাইটিং এ জোর দেয়।
এসময় অতিথি হিসেবে জেনারেশন আনলিমিটেড এর সিইও ড. কেবিন প্রে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রোগামটি দুইভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামের প্রথম পর্বে সকাল ১০টা থেকে শুরু হয়। সকালের পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর আড়াইটায়। এতে ক্যারিয়ার হাব সম্পর্কে আলোচনা করা হয়। সর্বশেষ ক্যারিয়ার হাব এর careerhub.brac.net ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেলাম- বিএনপির নাসের রহমান
রাসুল (সা.) এর মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছে না স্বপ্নে
যে কষ্টে ডুকরে কেঁদে উঠলেন আশ্রয়ণের বৃদ্ধ
করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন বাবা
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩