জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন

সারা বিশ্বে প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার নির্দিষ্ট একটি প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব সমাজকর্ম দিবস’ পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় 'কো-বিল্ডিং এ নিউ ইকো সোশ্যাল ওয়ার্ল্ড: লিভিং নো ওয়ান বিহাইন্ড' প্রতিবাদ্যকে সামনে রেখে এ দিবসটি উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ। নানা কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালী, আলোচনা সভা, বিতর্ক ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ইত্যাদি।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ডি এর সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে তারা। আনন্দর্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিনি অডিটোরিয়ামে গিয়ে মিলিত হয়। সেখানে বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক আবুল কাশেমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. মো. ফয়সাল আহম্মেদ, ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার নির্দিষ্ট একটি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ মার্চ) 'কো-বিল্ডিং এ নিউ ইকো সোশ্যাল ওয়ার্ল্ডঃ লিভিং নো ওয়ান বিহাইন্ড' প্রতিবাদ্যকে সামনে রেখে এ দিবসটি উদযাপিত হল।
বক্তারা আরও বলেন, সমাজকর্মের নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে। ক্লাসরুমের শিক্ষাকে ব্যবহারিকভাবে কাজে লাগানোর সুযোগও পাওয়া যায় সমাজকর্মে। ব্যক্তি, দল, সমষ্টি যেখানেই সমস্যার সূত্রপাত, সেখানেই সমস্যা সমাধানের প্রতিনিধি হিসেবে সমাজকর্মী সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা করে।
- আরও পড়ুন- কেন পড়ব সমাজকর্ম?
আলোচনা পরবর্তী এক অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩