রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি
নানা আয়োজনে জবিতে বন্ধবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ও দুপুরে যোহরের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, "বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু শিক্ষকদের যে শুধু সম্মানের আসনে তুলে ধরেছেন তাই নয় বরং চতুর্থ শ্রেণি কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য ছাত্রত্বও হারিয়েছেন।"
তিনি আরও বলেন, "বঙ্গবন্ধুর জীবনাদর্শ পর্যালোচনা করলে দেখা যায় তিনি কখনো কারও সঙ্গে কটু কথা বা খারাপ ব্যবহার করেননি। সংগঠন করেছেন নেতৃত্ব দিয়েছেন কখনো চাঁদাবাজি করেননি। তিনি সব সময় মানুষের জন্য কাজ করেছেন ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন।"
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, "শুধু মুখে বললেই হবে না। বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে লালন করে সেগুলো বাস্তব জীবনের প্রতি মুহুর্তে দৃশ্যমান করতে হবে।"
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিবমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর একে একে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিক, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩