শাবি প্রতিনিধি
শাবির প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান: ফাইল ফটো।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রভোস্টদের কমিটি গঠন করা হয়েছে। নতুন এ প্রভোস্ট কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির আবাসিক শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান। তিনি শাবির রসায়ন বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪টার দিকে এ বিষয়ে জানান, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। তিনি বলেন, বুধবার (২৩ মার্চ) শাবির আবাসিক হলের প্রভোস্টদের নিয়ে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। আর এ কমিটির আহ্বায়ক করা হয়েছে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খানকে। এছাড়া অন্য হলের প্রভোস্টরা এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
দায়িত্বপ্রাপ্তির প্রসঙ্গে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীরা যাতে মানসম্মত পরিবেশে থেকে লেখাপড়া করতে পারে সে উদ্দেশ্য কাজ করে যাবো। এ লক্ষ্যে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদেরও সহযোগীতা চাই।
উল্লেখ্য, অন্যহলগুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রভোস্টরা হলেন, বঙ্গবন্ধু হলে সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলে অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান, প্রথম ছাত্রী হলে সহযোগী অধ্যাপক জোবাইদা কনক এবং দ্বিতীয় ছাত্রী হলে অধ্যাপক ড. জায়েদা শারমিন।
জিএম ইমরান/ শাবি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩